নারায়ণগঞ্জের ফতুল্লায় পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে বিল্লাল (১০) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের গোপাল নগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিল্লাল একই এলাকার বজলুল শেখের ছেলে। সে বক্তাবলী বাজার এলাকার আবেদিন বেকারির ছাদে উঠে বিদ্যুতায়িত হয়। পুলিশের ধারণা, বোতল কুড়াতে গিয়েই এই দুর্ঘটনার কবলে পড়ে শিশুটি।
প্রত্যক্ষদর্শী আবুল কালাম বলেন, ‘দুপুরের দিকে শিশুটিকে ছাদে আর্তনাদ করতে দেখি। টিনের ছাদ হওয়ায় কেউ কাছে ভিড়তে সাহস করছিল না। এর কিছু সময়ের মধ্যেই ছেলেটির মৃত্যু হয়। পরে বিদ্যুতের লাইন বন্ধ হওয়ার পর তাকে নিচে নামানো হয়। পরে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ ফেরত দেওয়া হয়।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সুকান্ত আজকের পত্রিকাকে বলেন, ভবনের ছাদে পল্লী বিদ্যুতের লাইন ছিল। ছেলেটি কীভাবে ছাদে উঠল, তা কেউ জানে না। তবে সবার ধারণা বোতল সংগ্রহ করতে গিয়েই বিদ্যুতের তারে জড়িয়ে যায়। নিহত ব্যক্তির পরিবার বিনা ময়নাতদন্তে লাশ ফেরত চায়। তাই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে তারা কোনো অভিযোগ দায়েরও করেনি।