আগৈলঝাড়া প্রতিনিধি
আগৈলঝাড়ায় মৎস্য অধিদপ্তর অভিযান চালিয়ে অবৈধ চায়না জাল জব্দ করেছে। পরে আগুনে পুড়িয়ে জালগুলো নষ্ট করা করেছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গতকাল বাকাল ইউনিয়নের পূর্ব পয়সা গ্রামের একটি বাড়িতে অবৈধ চায়না দুয়ারী জাল সেলাই করা হচ্ছে খবর পান। এই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সেখান থেকে ৫টি চায়না দুয়ারী জাল আটক করা হয়।
জব্দ করা অবৈধ চায়না জাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনুর উপস্থিতিতে গতকাল বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।