Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সবাইকে ‘স্মারক উপহার’ দেবে সিলেট বিভাগীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন

নিজস্ব প্রতিবেদক ও সিলেট প্রতিনিধি

সবাইকে ‘স্মারক উপহার’ দেবে সিলেট বিভাগীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন

মহাদেশের নারী ক্রিকেটের সবচেয়ে বড় আসর এশিয়া কাপ টি টোয়েন্টি-২০২২। সিলেটের মাঠে সাত দেশের ক্রিকেটাররা লড়ছেন একটি ট্রফির জন্য। আর এই উৎসবের আবহ পুরো সিলেট জুড়ে। তাই এই আয়োজন সিলেটবাসীর জন্য বিশেষ আনন্দের।

এশিয়া কাপ টুর্নামেন্টের মুহূর্তগুলো স্মরণীয় করে রাখতে ক্রিকেটার থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাইকে স্মারক উপহার দেবে সিলেট বিভাগীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন। 
নারী এশিয়া কাপের মিডিয়া ম্যানেজার ও সিলেট বিভাগীয় ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য মোস্তফা ফরিদুল হাসান কোরেশি জানান, স্মারক উপহার হিসেবে দেওয়া হবে পার্স, মানিব্যাগ, চাবির রিংসহ আরও কিছু জিনিস।

৭ দেশের নারী ক্রিকেটার-কোচ থেকে শুরু করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি), বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অফিশিয়াল ও ডেলিগেটসহ ২০০ জনকে এই উপহার দেওয়া হবে।

নারী ক্রিকেটারদের দেওয়া হবে পার্স। এসিসি ডেলিগেটদের একটি করে কলম, মানিব্যাগ ও চাবির রিং এবং এসিসি, বিসিবি ও আইসিসির অফিশিয়ালদের দেওয়া হবে একটি করে ল্যাপটপ ব্যাগ, সঙ্গে কলম, মানিব্যাগ ও চাবির রিং।

কোরেশি বলেন, ‘ইতিমধ্যে আমরা ঢাকার একটি প্রতিষ্ঠানকে এসব জিনিস তৈরির ফরমায়েশ দিয়েছি। সেখান থেকে কয়েক দিনের মধ্যে এগুলো পেয়ে যাব। সিলেট বিভাগীয় ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসব উপহার দেওয়া হবে। উপহারের গায়ে আমাদের সংস্থার নাম যাবে। এটি এবারই নতুন নয়, অতীতে যেসব দেশ বা দলের ক্রিকেটারেরা খেলতে এসেছেন তাঁদেরও আমরা উপহার দিয়েছি। আমাদের মেহমান হিসেবে এটুকু সম্মান আমরা সব সময় করি।’

সিলেট বিভাগীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন ও বিসিবির নারী উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল যুক্তরাষ্ট্র থেকে সিলেটে ফিরলে উপহারগুলো দেওয়া হবে বলে জানিয়েছেন কোরেশি। 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ