Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সেতুর রড বের হয়ে ঝুঁকি

আগৈলঝাড়া প্রতিনিধি

সেতুর রড বের হয়ে ঝুঁকি

আগৈলঝাড়ায় ২০ বছর আগে বানানো একটি সেতুর মাঝে গর্ত হয়ে রড বের হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন কয়েকটি গ্রামের বাসিন্দারা। প্রতিদিন শত শত মানুষ ঝুঁকি নিয়েই সেতুটি পার হচ্ছেন।

সেতু দিয়ে লোকজন চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। উপজেলা এলজিইডি অফিস এই সেতু সংস্কারে ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল-বাটরা সড়ক-সংলগ্ন খালের ওপর বিশ বছর আগে এই সেতুটি বানানো হয়। সেতুটি নির্মাণের ৭-৮ বছর পর থেকেই সেতুর বিভিন্ন স্থান ভেঙে রড বের হয়ে গর্তের সৃষ্টি হয়।

গর্তের কারণে ওই সেতু দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না। মাঝে মধ্যে মোটরসাইকেল, ভ্যান চলাচল করতে গিয়ে দুর্ঘটনায় পড়েন যাত্রী ও পথচারীরা।

স্থানীয় তন্ময় তালুকদার জানান, কৃষি মৌসুমে উত্তর ও দক্ষিণাঞ্চলের কয়েক শ একর জমির ফসল আনা-নেওয়া করা হয় এই ভাঙা সেতু দিয়ে।

বাশাইল গ্রামের বাসিন্দা রব মোল্লা বলেন, প্রায় ২০ বছর আগে নির্মিত এই সেতুটির ঢালাই ধসে গিয়ে রড বের হয়ে গেলেও সংস্কারের জন্য তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।

রাজিহার ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস তালুকদার বলেন, বাশাইল-বাটরা সড়কে অবস্থিত এই সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। অচিরেই এ সমস্যার সমাধান করা হবে।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডির উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার বলেন, গুরুত্বপূর্ণ এই সেতুটি বেহাল। পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ