Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ ভাতা নিয়ে অনিশ্চয়তা

জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ ভাতা নিয়ে অনিশ্চয়তা

রাঙামাটির জুরাছড়িতে মাতৃত্বকালীন ভাতা-সংক্রান্ত অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সোনালী ব্যাংক। এতে উপজেলায় প্রায় ১৪০ জন সুবিধাভোগীর ভাতা পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

জানা গেছে, উপজেলার মহিলাবিষয়ক অধিদপ্তরের অধীনে গর্ভবতী ভাতা বা দরিদ্র মায়ের জন্য মাতৃত্বকালীন ভাতা দেওয়া হয়। এর আওতায় সুবিধাভোগীদের তিন বছরে জন্য তিন মাস পর পর ২ হাজার ৪০০ টাকা হারে দেওয়া হয়। উপজেলার জুরাছড়ি, বনযোগীছড়া ও মৈদং ইউনিয়নের সুবিধাভোগীদের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (বিকাশ) মাধ্যমে টাকা পরিশোধের উদ্যোগ নেয় সংশ্লিষ্ট অধিদপ্তর।

তবে দুর্গম এলাকা হওয়ায় ২০২০-২১ অর্থবছরে জুরাছড়ি, বনযোগীছড়া মৈদং ও দুমদুম্যা ইউনিয়নের প্রায় ১৪০ জন সুবিধাভোগীকে সোনালী ব্যাংকের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে পরিশোধ করা হয়। গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের ভাতা অ্যাকাউন্টে পরিশোধ করে মহিলাবিষয়ক অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তরুণ চাকমা। কিন্তু সোনালী ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ায় সেই টাকা তুলতে পারছেন না সুবিধাভোগীরা। দুমদুম্যা ইউনিয়নের বস্তিপাড়ার রুমানা চাকমা, ছায়া রানী চাকমা বলেন, ভাতার খোঁজ নিতে এসে জানতে পারেন, তাঁদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

একই ইউনিয়নের চাম্পাইপাড়ার বনরানী চাকমা, বগাখালীর লাজ্যাহুলী তঞ্চঙ্গ্যা, পাখী মিলা তঞ্চঙ্গ্যা বলেন, তাঁরা ভাতার চিঠি পেয়েছেন। ভাতা পাওয়ার আশায় তিন দিন ধরে উপজেলায় এসেছেন। কিন্তু ভাতা তুলতে গেলে ব্যাংক থেকে জানায়, তাঁদের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

দুমদুম্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধন কুমার চাকমা বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। এটি কীভাবে সমাধান করা যায়, তা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি।’

মহিলাবিষয়ক কর্মকর্তা তরুণ চাকমা বলেন, ‘সুবিধাভোগীরা তাঁদের ভাতা অবশ্যই পাবেন। এ বিষয়ে জেলা উপপরিচালককে অবগত করা হয়েছে।’

মাতৃত্বকালীন ভাতাভোগীদের হিসাব বন্ধ হয়ে যাওয়া বিষয়টি নিশ্চিত করেছেন সোনালী ব্যাংকের জুরাছড়ি শাখার ব্যবস্থাপক নিক্সসন চাকমা। তিনি বলেন, ‘কর্তৃপক্ষ বন্ধ করে দিলে আমার করার কিছু নেই। গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের ভাতা জমা-সংক্রান্ত চিঠি পেয়েছি। এসব ভাতা কীভাবে পরিশোধ করা হবে, এ বিষয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিতেন্দ্র কুমার নাথ বলেন, ‘বিষয়টা দ্রুত সমাধানের জন্য ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ