ত্রিশালে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ত্রিশাল-বালিপাড়া রোডের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোটরসাইকেলচালক ইমাদুল হোসেন ও তাঁর স্ত্রী যাত্রী নার্গিস আক্তার।
ত্রিশাল ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ত্রিশাল-বালিপাড়া রোডের বেলতলী এলাকায় বালিপাড়াগামী একটি মোটরসাইকেলের সঙ্গে ত্রিশালগামী বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী নার্গিস আক্তার ঘটনাস্থলেই মারা যান। তাঁর স্বামী ইমাদুল হোসেন মারা যান ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।
নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, ইমাদুল হোসেন কুষ্টিয়ার দৌলতপুর থানার গাছের দিয়ার টলটলি পাড়া গ্রামের মৃত মানিক হোসেনের ছেলে। তিনি সস্ত্রীক ঢাকার কোনাবাড়ী থেকে শ্বশুরবাড়িতে বেড়াতে ময়মনসিংহের নান্দাইলে যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানার এসআই আলমগীর হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। ট্রাকচালক পলাতক রয়েছেন।