Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

প্রাতর্ভ্রমণে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন

মাগুরা প্রতিনিধি

প্রাতর্ভ্রমণে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন

ডায়াবেটিস ধরা পড়ায় সকালে হাঁটতে বেরিয়েছিলেন রবিউল ইসলাম (৪৮)। প্রতিদিন মাগুরা–ঝিনাইদহ জেলার মহাসড়কে ঘণ্টাখানেক হাঁটেন। কিন্তু গতকাল শুক্রবার সকালে হাঁটতে বেরিয়ে আর বাড়ি ফেরা হয়নি রবিউল ইসলামের। ট্রাকের ধাক্কায় মারা গেছেন তিনি।

মাগুরা-ঝিনাইদহ সড়কের সাজিয়ারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া রবিউলের বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার মাকরাইল গ্রামে। তিনি শহরের সাজিয়ারা এলাকায় কৃষি বিপণন কেন্দ্রের তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত ছিলেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম আজকের পত্রিকাকে বলেন, রবিউল ইসলাম ছিলেন একজন ডায়াবেটিস রোগী। রোজ সকালে তিনি বেশ কয়েক কিলোমিটার হাঁটাহাঁটি করেন। শুক্রবার সকালেও হাঁটতে বের হন রবিউল। তিনি মাগুরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাজিয়ায় পৌঁছালে ঝিনাইদহগামী একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি মঞ্জুরুল আলম আরও বলেন, ‘চালক দুর্ঘটনার পর ট্রাক নিয়ে পালিয়ে যান। তাঁকে আটক করা যায়নি। তবে এটা আমরা তদন্ত করছি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ