হোম > ছাপা সংস্করণ

চার প্রার্থীর ভাগ্য পরীক্ষার ভোট ২৪ নভেম্বর

আগৈলঝাড়া প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ার ৫টি ইউনিয়নে ১১ নভেম্বর অনুষ্ঠিত হয় দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে। ওই নির্বাচনে দুটি সাধারণ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর ভোট সমান হওয়ায় ফলাফল স্থগিত রেখে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

গত শনিবার সকালে এ তথ্য জানিয়েছে উপজেলা নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন থেকে গত শুক্রবার রাতে পাওয়া চিঠিতে আগামী ২৪ নভেম্বর পুনরায় ভোট গ্রহণের কথা নিশ্চিত করা হয় উপজেলা নির্বাচন কার্যালয়কে।

তফসিল অনুযায়ী উপজেলার রত্নপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ও ৬ নম্বর ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. সহিদুল্যাহ।

নির্বাচন কর্মকর্তা জানান, ১ নম্বর ওয়ার্ডের বেলুহার মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে মোরগ মার্কার প্রার্থী আজিজুল শাহ এবং ফুটবল মার্কার প্রার্থী সোহেল মোল্লা সমান ৭০৫ ভোট পান।

অপরদিকে ৬ নম্বর ওয়ার্ড বারপাইকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোরগ মার্কার প্রার্থী হাসানাত সন্যামত এবং ফুটবল প্রতীকের পান্নু ভূঁইয়া সমান ৩৩৫ ভোট পান।

দুটি কেন্দ্রে দুজন করে প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় কাউকে বিজয়ী ঘোষণা না করে ওই কেন্দ্রের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ারের কাছে এ বিষয়ে জানতে চাইলে আজকের পত্রিকাকে তিনি বলেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য বরাবরের মতোই প্রয়োজনীয় সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ