নওগাঁয় গতকাল শুক্রবার প্রতিবন্ধী দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এবার প্রতিবন্ধী দিবসের প্রতিপাদ্য ছিল কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ।
সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা এবং প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নুর মোহাম্মদ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিবন্ধী শিশুসহ তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি প্রতিবন্ধী শিশুদের মধ্যে হুইলচেয়ার, টি-শার্ট ও জ্যামিতি বক্স বিতরণ করেন।
এদিকে নওগাঁর সাপাহারে উপজেলা প্রশাসন ও সাপাহার প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বেলা ১১টায় শোভাযাত্রাটি সদরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। সভা শেষে প্রতিবন্ধী শিক্ষার্থীরা নাচ ও গান পরিবেশন করে।