Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সংক্রান্ত সভা

চৌগাছা প্রতিনিধি

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সংক্রান্ত সভা

১১ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের জন্য যশোরের চৌগাছায় অবহিতকরণ সভা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই অবহিতকরণ সভার আয়োজন করা হয়। সভা থেকে জানানো হয়, চার দিনব্যাপী এ ক্যাম্পেইন চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছা. লুৎফুন্নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, চৌগাছা থানার ২য় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান, ইসলামী ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার আব্দুল মালেক, হাসপাতালের শিশু বিশেষজ্ঞ আব্দুস সামাদ প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছা. লুৎফুন্নাহার জানান, ক্যাম্পেইনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ২৬৫টি টিকাকেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সীদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সীদের একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলার ১০৪ স্বাস্থ্যকর্মী ও ৫৩০ স্বেচ্ছাসেবক শিশুদের এ ক্যাপসুল খাওয়ানোর দায়িত্ব পালন করবেন। ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৭১০ শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২০ হাজার ৪১৫ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ