মেহেরপুরের গাংনীতে স্কুলবিমুখ শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করেছে মানব উন্নয়ন কেন্দ্র (মউক) নামের একটি বেসরকারি সংগঠন। গতকাল সোমবার সকালে উপজেলার তেরাইল জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজের সভাকক্ষে বামন্দী ইউনিয়নের নিশিপুর ও তেরাইল পূর্বপাড়া শিখন কেন্দ্রের ৪০ শিক্ষার্থীর মধ্যে এসব বই বিতরণ করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পিইডিপি-৪ সাব কম্পোনেন্ট ২.৫ এর আউট অব চিলড্রেন কর্মসূচির আওতায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ঢাকার সহযোগিতায় এ বই বিতরণ করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন তেরাইল জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসম উল হক মিন্টু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর–২ আসনের সাংসদ মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মউকের নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ।