মৌলভীবাজারের রাজনগর থেকে অপহৃত এক শিশুকে সিলেটের ওসমানীনগর থেকে উদ্ধার করেছে পুলিশ। ৯৯৯-এ কল পেয়ে গতকাল শুক্রবার দুপুরে উপজেলার পশ্চিম রোকনপুর থেকে শিশুকে উদ্ধার ও এক নারীকে আটক করা হয়। আটক রুহেনা বেগম (২২) পশ্চিম রোকনপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, রুহেনা গত বৃহস্পতিবার রাজনগর থানার কেশরপাড়া এলাকার জাবেদ মিয়ার বাড়িতে বেড়াতে যান। বিকেলে তিনি জাবেদ মিয়ার শিশু সন্তান সাইফ আহমদকে কোলে নিয়ে চকলেট কিনে দেওয়ার কথা বলে বাড়ির পাশের দোকানে যান। এর পর থেকেই রাহেনা ও শিশু নিখোঁজ।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন বলেন, ওই দুজনকে রাজনগর থানা-পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।