Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে জিডি স্টেশন মাস্টারের

নিজস্ব প্রতিবেদক, খুলনা

পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে জিডি স্টেশন মাস্টারের

খুলনায় ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে পাঁচজন কর্মকর্তাসহ আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত- এমন অভিযোগ এনে খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার খুলনা জিআরপি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গত সোমবার তিনি এ জিডি করেন।

গতকাল বুধবার দুপুরে খুলনা জিআরপি থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

খবির আহমেদ জানান, খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার থানায় একটি জিডি করেন গত ১৬ মে। সেখানে তিনি রেলের পাঁচজন কর্মকর্তার নাম উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ তুলেছেন। তাঁরা বিভিন্ন রাজনৈতিক নেতার নামে টিকিট নিয়ে কালোবাজারে বিক্রি করেন। অভিযোগের বিষয়টি আদালতের নির্দেশনা সাপেক্ষে তদন্ত করা হবে। ইতিমধ্যে আদালতের অনুমতি চাওয়া হয়েছে। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

খুলনা স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার জিডিতে উল্লেখ করেছেন, খুলনা আইডবিউ অফিস স্টাফ, ২ জন সহকারী স্টেশন মাস্টারসহ ৫ জন কর্মকর্তা এবং ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি সরাসরি টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত। তাঁরা বিভিন্ন রাজনৈতিক নেতাদের নামে ভুয়া টিকিটের চাহিদা দিয়ে টিকিট সংগ্রহ করেন। টিকিট না পেলে বহিরাগত লোকদের ডেকে এনে মাস্টারকে হেনস্তা করার জন্য চাপ সৃষ্ট করে।

তাঁদের টিকিটের চাহিদা এতটা বেড়েছে যে, টিকিট না পেলে তারা স্টেশন ভাঙচুর, অগ্নিসংযোগ ও মারধর করার মতো অপ্রীতিকর ঘটনা ঘটানোর পাঁয়তারা করছে। প্রকৃতপক্ষে বর্তমানে রেলের কোনো ভিআইপি কোটায় টিকিট সংরক্ষিত নেই। কিন্তু তারা সরকারি নির্দেশনা অমান্য করে এই কাজে লিপ্ত রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ থানায় জিডি করার নির্দেশে দেয়। স্টেশনের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে এ জিডি করা হয়েছে।

জিডিতে আরও উল্লেখ করা হয়েছে, স্টেশনে কোনো প্রকার ক্ষয়-ক্ষতি, অগ্নিসংযোগ, ভাঙচুর বা প্রাণহানি ঘটে, তার জন্য বর্ণিত ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট নির্দেশদাতারা সম্পূর্ণভাবে দায়ী থাকবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ