মহামারি করোনাভাইরাস রুখতে চলছে টিকাদান কার্যক্রম। সংক্রমণ কমে যাওয়ায় ধীরে ধীরে বিধিনিষেধ তুলে নিতে শুরু করেছে অনেক দেশ। এরই মধ্যে নতুন মাইলফলক স্পর্শ করেছে এ ভাইরাস। গতকাল ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, এ পর্যন্ত বিশ্বব্যাপী মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৫ কোটি ছাড়িয়েছে। কিছুদিন আগে করোনায় মৃত্যুর সংখ্যা ৫০ লাখের মাইলফলক ছাড়িয়ে যায়।
গতকাল ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইট থেকে আরও জানা যায়, আগের ২৪ ঘণ্টায় সারা বিশ্বে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১৪ হাজার জন। এর আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ৮৫ হাজারের বেশি ছিল। ২৪ ঘণ্টায় মারা গেছেন করোনা আক্রান্ত আরও ৬ হাজারের বেশি মানুষ। আগের দিনের চেয়ে যা প্রায় ১ হাজার কম। সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু হয়েছে ইউরোপের দেশ রাশিয়ায়। দৈনিক মৃত্যুতে এরপর রয়েছে যুক্তরাষ্ট্র, ইউক্রেন, ব্রাজিল, মেক্সিকো ও ভারত।
দেশে আরও ৪ জনের মৃত্যু: করোনায় দৈনিক প্রাণহানি একজনে নেমে এসেছিল গত শনিবার। ওই দিন ৬৩ জেলা মৃত্যুশূন্য থাকায় যে স্বস্তি দেখা দেয়, তা স্থায়ী হলো না। গত ২৪ ঘণ্টায় তিন জেলায় প্রাণ গেছে আরও চারজনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের দুজনই ঢাকার বাসিন্দা। অপর দুজন নোয়াখালী ও নওগাঁর। এই নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ৮৯৫ জনে দাঁড়াল। মৃত্যুর পাশাপাশি রোগী শনাক্তও বেড়েছে গত ২৪ ঘণ্টায়। এ সময়ে ১৭৮ জনের দেহে করোনার উপস্থিতি মিলেছে, শনাক্তের হার ছিল ১ দশমিক ১৭ শতাংশ। আগের দিন শনাক্ত হয় ১৫৪ জন।
গত বছরের ৮ মার্চ দেশে করোনা হানা দেয়। ১০ দিন পর ১৮ মার্চ প্রথম একজন মারা যান এই ভাইরাসে। এরপর ২৪ মার্চ, ১ ও ৫ এপ্রিল আরও একজন করে মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। তখন থেকে করোনার ভয়াবহতা ছড়িয়ে পড়ে সারা দেশে। তবে এ বছরের আগস্টের মাঝামাঝি থেকে কমতে থাকে, যা এখন নিয়ন্ত্রণে।