সোনারগাঁয় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. আমির হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নে ললাটি এলাকার এ দুর্ঘটনা ঘটে। আমির উপজেলার নানাবো এলাকার আব্দুল আজিমের ছেলে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, গতকাল বেলা ১১টার দিকে মদনপুর-জয়দেবপুর রাস্তার ভড়িবাড়ি এলাকায় আমিরের মোটরসাইকেলটি একটি কাভার্ডভ্যান ধাক্কায় দেয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান তিনি। আমির একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান মনিরুজ্জামান।