Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

কাঁচামাল আমদানিতে কর কমানোর দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কাঁচামাল আমদানিতে কর কমানোর দাবি

প্রকৌশল কারখানায় উৎপাদিত পণ্যের কাঁচামাল আমদানিতে কর কমানোর দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। গতকাল বুধবার সকালে বিসিক চট্টগ্রাম জেলা কার্যালয়ে এক কর্মশালায় তাঁরা এ দাবি জানান।

‘ক্রয়কারী বৃহৎ শিল্পের সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সাব-কন্ট্রাকটিং সংযোগ ব্যবস্থার বাস্তবায়ন ও উন্নয়ন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ স ম জামশেদ খোন্দকার।

বিসিক চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আহমেদ জামাল নাসের চৌধুরী। কর্মশালায় বেশ কয়েকজন উদ্যোক্তাও বক্তব্য দেন।

বক্তারা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য দূর করার দাবি জানান। সেই সঙ্গে বিদেশ থেকে খুচরা যন্ত্রাংশ আমদানি না করে স্থানীয় উদ্যোক্তাদের কাছ থেকে কেনার জন্য ক্রয়কারী প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান। পাশাপাশি কাঁচামাল আমদানিতে কর কমানোর দাবি জানান।

চট্টগ্রাম অঞ্চলের বিসিকের সাব-কন্ট্রাকটিং তালিকাভুক্ত হালকা প্রকৌশলের খুচরা যন্ত্রাংশ প্রস্তুতকারী উদ্যোক্তা এবং ক্রয়কারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ