Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

টাঙ্গাইলের হারুন-আজিজুলের স্ত্রীরই রয়েছে ৪ কোটি টাকা করে

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের হারুন-আজিজুলের স্ত্রীরই রয়েছে ৪ কোটি টাকা করে

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হারুনার রশিদ। তিনি স্থানীয় সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের খালাতো ভাই। আরেক প্রার্থী ধনবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন সংসদ সদস্য রাজ্জাকের মামাতো ভাই।

বাকি তিন প্রার্থী হলেন অবসরপ্রাপ্ত চাকরিজীবী আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ ও সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রনি।

টাকাপয়সা, সম্পদের দিক থেকে এগিয়ে আছেন হারুনার রশিদ। তাঁর নিজের এবং স্ত্রীর প্রত্যেকের ৪ কোটি টাকা রয়েছে। কাছাকাছি টাকাপয়সা রয়েছে আরেক প্রার্থী আজিজুল ও তাঁর স্ত্রীর। আর অন্য তিন প্রার্থীর মধ্যে সম্পদের দিক থেকে এগিয়ে রয়েছেন যথাক্রমে খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, মেহেদী হাসান রনি ও আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ।

হলফনামা অনুযায়ী হারুনারের ৪ কোটি ৯৩ লাখ ২৪ হাজার ১২৬ টাকা নগদ রয়েছে। স্ত্রীর নামেও রয়েছে ৪ কোটি টাকা। কৃষি থেকে বার্ষিক আয় ৯১ হাজার ৮০০ টাকা, ব্যবসায় পুঁজি ১ কোটি ২ লাখ ৬০ হাজার ৩৫৪ টাকা, সম্মানী পেয়েছেন ৪ লাখ ৮০ হাজার টাকা, ব্যাংকে জমা ৪৭ লাখ ৮৯ হাজার ২৬৩ টাকা, ব্যক্তিগত পরিবহনের দাম ৫১ লাখ ৬১ হাজার টাকা। কৃষিজমি আছে ৪ একর; আর ৭৯ লাখ ৮৫ হাজার ২০০ টাকার ৪৯ দশমিক ৮৩ শতাংশ অকৃষিজমি। ঢাকা, ময়মনসিংহ ও ধনবাড়ীতে ৩ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকার দালান এবং ১ কোটি ৭০ লাখ ৪৬ হাজার ৮১৬ টাকার বসতবাড়ি আছে। স্বর্ণ রয়েছে ৩০ ভরি। এগুলো উপহার পেয়েছেন বলে দাবি প্রার্থীর।

এদিকে অবসরপ্রাপ্ত চাকরিজীবী আজিজুল ইসলামের হলফনামাও সম্পদের বর্ণনায় ঠাসা। কৃষি খাতে তাঁর বার্ষিক আয় ১ লাখ ৭১ হাজার ৫০০ টাকা, ব্যাংকে আমানত ৩৮ হাজার ৪৭৪ টাকা, চাকরি থেকে আয় ৮ লাখ ৫৩ হাজার ৬২২ টাকা, অবসর ভাতা ৮২ হাজার ৯০০ টাকা, নগদ টাকা ১৮ লাখ ৮৭ হাজার ২৮৭ দশমিক ৫০ পয়সা, ব্যাংকে জমা ১১ লাখ ৩৯ হাজার ৪৫৫ টাকা ৫০ পয়সা। ৯ লাখ ৫৩ হাজার ৮৩১ টাকার ১ একর ৩৬ শতাংশ কৃষিজমি, অগ্রণী ব্যাংকের শেয়ার আছে ৫৩ লাখ ৮৩ হাজার ৫৮৮ টাকা এবং বাড়ির দাম ৩৯ লাখ ৩ হাজার ২৬৫ টাকা।

আজিজুলের স্ত্রীর ৩ কোটি ৩৬ লাখ ৫৯ হাজার ১৩০ টাকার বাড়ি-ফ্ল্যাট এবং ২৯ লাখ ৭৯ হাজার ৯০০ টাকার খামার রয়েছে। কৃষি খাতে তাঁর আয় ১ লাখ ৫০ হাজার টাকা, ব্যাংকে জমা ৫ লাখ টাকা, ১৭ লাখ টাকার সঞ্চয়পত্র, স্বর্ণ আছে ৫ ভরি। এ ছাড়া ৩ লাখ ৮৮ হাজার টাকার আসবাব, ২৪ লাখ ৫৬ হাজার ৮০৫ টাকার সাড়ে চার একর কৃষিজমি, ১ লাখ ৮০ হাজার টাকার অকৃষিজমি রয়েছে তাঁর।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ