১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন সালমান খান। এরপর কেটে গেছে দীর্ঘ সময়। ক্যারিয়ারের নানা চড়াই-উতরাই পেরিয়ে তিনি এখন বলিউড ভাইজান। সম্প্রতি অভিনয়ের ৩৫ বছর পূর্ণ করলেন সালমান। এ উপলক্ষ তিনি ভক্তদের সঙ্গে উদ্যাপন করতে চান, আর সেটা নতুন সিনেমা দিয়ে। সালমান জানিয়েছেন, ‘টাইগার থ্রি’ সিনেমার মাধ্যমে বিশেষ এই উপলক্ষটি উদ্যাপন করবেন তিনি।
ক্যারিয়ারের ৩৫ বছর পূর্তি উপলক্ষে তিনি বলেন, ‘যে দর্শকেরা আমাকে শুরু থেকে ভালোবেসে আসছেন, তাঁরাই আমাকে মনে করিয়ে দিলেন ৩৫ বছর পূর্তির কথা। পুরো সময়টি আনন্দ ও ভালোবাসায় ভরা ছিল। অনেক সময় অনেক পরিকল্পনা ব্যর্থ হয়েছে, তখন কষ্ট পেয়েছি। তবে সামগ্রিকভাবে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে এই দীর্ঘ সময়ের প্রতিটি মিনিট আমি এনজয় করেছি।’