বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস দায়সারাভাবে পালন করায় ৪ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে শোকজ করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত চিঠিতে তাঁদের শোকজ করা হয়। তিন কর্মদিবসের মধ্যে তাঁদের শোকজের জবাব দিতে বলা হয়েছে।
শোকজপ্রাপ্তরা হলেন উপজেলার ছোটলেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতাপ কুমার দত্ত, বিওসি কেছরিগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মুহিবুর রহমান, সোনাতুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিল আহমদ ও বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার দাস।
৪ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে শোকজের বিষয়টি নিশ্চিত করে বড়লেখা উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন গতকাল বুধবার বিকেলে বলেন, ‘সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও ৪ প্রতিষ্ঠান প্রধান দায়সারাভাবে শোক দিবসের অনুষ্ঠান আয়োজন করেন। তাঁদের এই কার্যকলাপ দায়িত্বে চরম অবহেলার শামিল। দায়সারাভাবে অনুষ্ঠান করার বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হলে ইউএনও স্যার প্রতিষ্ঠান প্রধানদের শোকজ করতে নির্দেশ দেন। এরপর তাঁদের শোকজ করা হয়। তিন কর্মদিবসের মধ্যে তাঁদের শোকজের জবাব দিতে বলা হয়েছে।’