ত্রিশালে ৪০০টি সিলিন্ডারসহ একটি ট্রাক চুরি হয়েছে। গত শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের চকরামপুর বাজার থেকে ট্রাকটি চুরি হয়।
চুরি হওয়া ট্রাকটির মালিক মো. শামসুজ্জামান। তিনি রামপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা।
মো. শামসুজ্জামান বলেন, আমার ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স জামান ট্রেডার্সের কাজে নিয়োজিত গাড়িতে থাকা ৪০০ সিলিন্ডারসহ রাতে চুরি হয়েছে। প্রতিদিনের মতো গাড়িটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনেই ছিল।
এ ঘটনায় ত্রিশাল থানা ও পুলিশ সুপার বরাবর অভিযোগ দিয়েছেন বলে তিনি জানান।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, সিলিন্ডারসহ গাড়ি চুরির বিষয়টি জানতে পেরেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।