আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দুটি ড্রেজার জব্দ করে পুলিশ। পরে বালু উত্তোলন না করা শর্তে ড্রেজার দুটি ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার পর আবারও বালু উত্তোলন শুরু করে বলে অভিযোগ পাওয়া যায়।
গত সোমবার রাতে উপজেলার কালাপাহাড়িরার নতুনচর এলাকায় এ ঘটনা ঘটে। ড্রেজারের মালিক কুমিল্লার হোমনার মেয়র নজরুল ইসলাম। তিনি আওয়ামী লীগের রাজনীতি করেন এবং বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলের দিকে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করলে এলাকাবাসী ড্রেজার দুটি আটক করে পুলিশে খবর দেয়। পরে খাগকান্দা ফাঁড়ি পুলিশ গিয়ে ড্রেজার দুটি আটক করলে ছেড়ে দিতে বিভিন্ন মহল থেকে ফোনে চাপ সৃষ্টি করা হয়। অবৈধভাবে আর বালু উত্তোলন করবে না এমন মুচলেকা নিয়ে রাতে ড্রেজার দুটি ছেড়ে দেয় পুলিশ। পরে ছাড়া পেয়ে আবারও বালু উত্তোলন শুরু করে ড্রেজারগুলো।
খাগকান্দা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোর্শেদ বলেন, ‘এলাকাবাসীর খবর পেয়ে ড্রেজার দুটি আটক করি। পরবর্তীতে আর অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করবে না শর্তে ছেড়ে দেই।’