যৌথ শিক্ষা ও গবেষণায় যুক্তরাজ্যের এক্সিটর বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণার লক্ষ্যে এ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন খুবির উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ও ইউনিভার্সিটি অব এক্সিটর এর পক্ষে স্বাক্ষর করেন ইনোভেশন, ইমপ্যাক্ট অ্যান্ড বিজনেসের ভারপ্রাপ্ত পরিচালক ক্রিস ইভান্স। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রউফ, অধ্যাপক ড. মো. গোলাম সরোয়ার ও অধ্যাপক ড. শেখ মোস্তাফিজুর রহমান।
এ সমঝোতা স্মারক স্বাক্ষরের আওতায় যৌথ উদ্যোগে ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস নিয়ে গবেষণা প্রকল্প গ্রহণ, গবেষণা ও শিক্ষার উদ্দেশ্যে মাস্টার্স এবং পিএইচডি ছাত্র বিনিময়, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও রিসার্চ স্কলারদের বিনিময় অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া স্বল্পমেয়াদি একাডেমিক কর্মসূচি প্রণয়ন ও অংশগ্রহণ, গবেষণা সুবিধার আওতায় বিভিন্ন পুকুরে পরীক্ষা পরিচালন, গবেষণাগারের যন্ত্রপাতি ব্যবহার এবং নমুনা পরীক্ষার সুবিধাসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।