পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। গত মঙ্গলবার বিকেলে এ উপলক্ষে সিঅফিস বঙ্গবন্ধু চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন সিকদারের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আক্তারুজ্জামান মানিক, পৌর কাউন্সিলর সাদউল্লাহ লিটন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আজমল হুদা নিঝুম, শুভদীপ শিকদার শুভ, প্রচার সম্পাদক শওকত খান, দপ্তর সম্পাদক শাকিল শিকদার অপু, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক হাসিবুল ইসলাম হাসান, সমাজকল্যাণ সম্পাদক অমিত বিশ্বাস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জুবায়ের মিন, সদস্য আতিকুল ইসলাম হিরা, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু প্রমুখ।
যুবলীগ নেতা শুভ হত্যার ঘটনায় পিরোজপুরে প্রতিনিয়তই চলছে বিভিন্ন কর্মসূচি। নেতা–কর্মীরা বলছেন এ হত্যার সন্দেহভাজন আসামি নাসির উদ্দিন মাতুব্বরকে যারা পৃষ্ঠপোষকতা করেছে তাঁরা আর যাই হোক বঙ্গবন্ধুর সৈনিক হতে পারে না। কোনো অন্যায়কারীকে যেন ছেড়ে দেওয়া না হয়। শুভর হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এ হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ আন্দোলন চলবে।