কাউনিয়ায় ওভারটেক করতে গিয়ে প্রাইভেট কার ও মাইক্রোবাস খাদে পড়ে ছয়জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার উপজেলার জুম্মারপাড় এলাকায় কুড়িগ্রাম-রংপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
কাউনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শাহীন সরকার জানান, গতকাল বেলা দেড়টার দিকে খবর আসে, উপজেলার জুম্মারপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ি খাদে পড়েছে। পরে দ্রুত উদ্ধারকর্মীরা সেখানে যান। তবে কর্মীরা পৌঁছার আগেই স্থানীয় লোকজন চারজনকে উদ্ধার করে অটোরিকশায় করে রংপুর হাসপাতালে পাঠান। আর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা খাদে পড়ে থাকা প্রাইভেটকারের ভেতর থেকে দুজনকে উদ্ধার করেন।
শাহীন সরকার বলেন, মাইক্রোবাসটি রংপুরের দিকে এবং প্রাইভেটকারটি কুড়িগ্রামের দিকে যাচ্ছিল। গাড়ি দুটির চালক অন্য গাড়িকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে পাশাপাশি খাদে পড়ে যায়।