Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

গাছের চারায় সচ্ছলতা

ইয়াছিন মোহাম্মদ সিথুন, ডোমার (নীলফামারী) 

গাছের চারায় সচ্ছলতা

নীলফামারীর খানাবাড়ি গ্রাম। এই গ্রামের সব মানুষ বিভিন্ন বনজ ও ফলদ গাছের চারা উৎপাদন করেন। এ কারণে চারা গ্রাম নামেই পরিচিতি লাভ করেছে এলাকাটি। এতে নিজের আর্থিক সচ্ছলতার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখছে গ্রামটি।

হরিণচড়া ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম জানান, প্রায় আড়াই যুগ আগে দেশের বিভিন্ন নদীভাঙন এলাকা থেকে শতাধিক পরিবার আসে ডোমার উপজেলার খানাবাড়ি গ্রামে। নির্জন এলাকায় খুব কম দামে জমি কিনে কেউ বাড়ি করেন। আবার অনেকে অন্যের জমিতে থাকতে শুরু করেন। প্রথমে কেউ দিনমজুর, কেউ রিকশা ও ভ্যানচালক হিসেবে কাজ শুরু করেন। গত এক যুগ থেকে তাঁরা চারা উৎপাদন শুরু করেন। বর্তমানে গ্রামের আড়াই শতাধিক পরিবারের সবাই চারা উৎপাদন করেন। করোনার সময়ও তাঁদের কোনো আর্থিক সমস্যায় পড়তে হয়নি। তাঁরা সবাই সুখে রয়েছেন।

নারী চারাচাষি মহিমা বেগম (৩৮) বলেন, ‘গত বছর এক বিঘা জমিতে চারা চাষ করেছি। লাভ বেশি হওয়ায় এবার দেড় বিঘা জমিতে চাষ করি। আমরা তো লেখাপড়া করতে পারি নাই। তবে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে।’

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনিছুজ্জামান জানান, গ্রামটির সবাই চারা উৎপাদন করে। উপসহকারী কৃষি কর্মকর্তারা তাঁদের কাছে গিয়ে বিভিন্ন ধরনের পরামর্শ ও সহায়তা করেন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ