Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

মাইকিং করে গ্রাহক খুঁজছে পল্লী বিদ্যুৎ

গোপালপুর প্রতিনিধি

মাইকিং করে গ্রাহক খুঁজছে পল্লী বিদ্যুৎ

গোপালপুরে ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে মাইকিং করে গ্রাহক খুঁজছে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির গোপালপুর জোনাল অফিস। কোনো ব্যক্তি এখনো বিদ্যুৎ সংযোগ না পেয়ে থাকলে তাঁদের পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে। গত রোববার থেকে শুরু হয়েছে গ্রাহক খোঁজার অভিনব এ কার্যক্রম।

গতকাল মঙ্গলবার উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের হরিষা গ্রামে অটোরিকশায় মাইক বেঁধে বিদ্যুৎ সংযোগ গ্রহণের আহ্বান জানাতে দেখা গেছে। এ বিষয়ে গ্রামের ষাটোর্ধ্ব অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. আব্দুস ছাত্তার বলেন ‘ডাক্তার রোগী দেখবেন, গরুর মাংস বিক্রি ইত্যাদির মাইকিং শুনেছি, কিন্তু এভাবে যে ঘরে ঘরে এসে মাইকিং করে বিদ্যুৎ সংযোগ দেবে এটা কল্পনা করতেও পারি না। এর আগে বিদ্যুৎ সংযোগ নিতে পায়ের জুতা ক্ষয় হয়ে যেত; আর এখন ফেরি করে বাড়িতে এসে বিদ্যুৎ সংযোগ দিয়ে যাচ্ছে।’

মুজিববর্ষে সবার জন্য বিদ্যুৎসুবিধা নিশ্চিত করতে শিগগির দেশের ১৭৪ উপজেলা শতভাগ বিদ্যুতের আওতায় আনতে প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই পরিপ্রেক্ষিতে গোপালপুরসহ দেশের ১৭৪ উপজেলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাইকিং করে বিদ্যুৎ সংযোগপ্রত্যাশী গ্রাহক খুঁজে দ্রুত বিদ্যুৎ সংযোগ দিতে বলা হয়েছে।

এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে গোপালপুর উপজেলা শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন করতে প্রতিটি এলাকায় মাইকিং করে জোরালো প্রচার চালানো হচ্ছে বলে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির গোপালপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মো. মজিবুল হক জানান।

মজিবুল হক বলেন, ‘গত দুই বছরে গোপালপুর উপজেলায় নতুন সংযোগ দেওয়া হয়েছে প্রায় ১০ হাজার। এর ৪০ ভাগ গ্রাহককে ভ্যানে করে ‘আলোর ফেরিওয়ালা’ নামে দলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এ ছাড়া ‘দুর্যোগে আলোর গেরিলা’ দলের মাধ্যমে প্রায় দেড় হাজার অভিযোগ সমাধান করা হয়েছে। দুর্নীতি ও হয়রানিমুক্ত বিদ্যুৎসেবা নিশ্চিত করতে অর্ধশতাধিক উঠান বৈঠক করা হয়েছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ