খুলনার পাইকগাছা উপজেলার ব্যবসায়ী ও স্থানীয়দের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমানের মতবিনিময়কালে এ দাবি জানানো হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় ষোলোআনা ব্যবসায়ী সমবায় সমিতি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্যবসায়ী ও জনসাধারণের সার্বিক নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, নৈশপ্রহরী বৃদ্ধির দাবি জানান ব্যবসায়ী নেতারা। পাশাপাশি পৌর বাজারের যানজট নিরসন, ফুটপাত দখল মুক্ত, সড়কের ওপর বাস পার্কিং বন্ধ, শব্দ দূষণ নিয়ন্ত্রণসহ আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন বক্তারা।
সমিতির সভাপতি অ্যাডভোকেট মোর্তজাজামান আলমগীর রুলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন সভা পরিচালনা করেন।
এ সময় বক্তব্য রাখেন প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, উপজেলা পুলিশিং ফোরামের সভাপতি দাউদ শরীফ, ব্যবসায়ী উত্তম সাধু, উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, মনোহর চন্দ্র সানা, কার্তিক দেবনাথ, গাজী শহিদুল ইসলাম খোকন, অধিবাস সানা, সন্তোষ কুমার সরদার, জিএম নাসির উদ্দিন, প্রভাষক জাহাঙ্গীর আলম, কাউন্সিলর ইমরান সরদার, জিএম শুকুরুজ্জামান, মো. শামীম সরদার প্রমুখ।