Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ছুরিকাঘাতে যুবককে হত্যা, অভিযুক্ত যুবক আটক

রাজশাহী প্রতিনিধি

ছুরিকাঘাতে যুবককে হত্যা, অভিযুক্ত  যুবক আটক

রাজশাহীতে ছুরিকাঘাতে মো. রাব্বি (২৪) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। গত সোমবার দিবাগত রাত ১টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা বলছেন, টাকাপয়সা নিয়ে বিরোধের জেরে বাড়িতে ঢুকে ছুরি মেরে রাব্বিকে খুন করা হয়।

খুনের অভিযোগে মো. ইমন (২৩) নামের এক যুবককে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর বাড়ি নগরীর রায়পাড়া রেললাইনের ধারে।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, রাত ১টার দিকে রাব্বির বাড়ি গিয়ে তাঁর বুকে ও পেটে ছুরি মারেন ইমন। এতে ঘটনাস্থলেই রাব্বির মৃত্যু হয়। এ সময় ধস্তাধস্তিতে ইমনও কিছুটা আহত হয়েছিলেন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে আটক করা হয়েছে। পুলিশের হেফাজতে হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।

ওসি আরও জানান, টাকাপয়সা-সংক্রান্ত ঝামেলা নিয়ে এই খুনের ঘটনা ঘটেছে। রাতেই রাব্বির মরদেহ বাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন রাব্বির মা। মামলা হলে ইমনকে গ্রেপ্তার দেখানো হবে। চিকিৎসায় সুস্থ হওয়ার পর তাঁকে আদালতে তোলা হবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ