সাতক্ষীরা কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বেনজির হোসেন হেলালকে গণসংবর্ধনা অনুষ্ঠানে গ্রামবাসীরা স্বর্ণের নৌকা উপহার দিয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর ইউনিয়নের বুঝতলা আবু বকর সিদ্দিকী সিনিয়র আলিম মাদ্রাসা ময়দানে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন বড়ালী ও শ্রীরামপুর গ্রামবাসী।
অনুষ্ঠানের শুরুতে বেনজির হোসেন হেলালকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় জনসাধারণ। এ সময় বড়ালী ও শ্রীরামপুর গ্রামবাসীর পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যানকে স্বর্ণের নৌকা (ব্যাচ) উপহার তুলে দেন ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন৷ আব্দুর রশিদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-যশোর নতুনহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোয়াজ্জেম হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি যশোর নতুনহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বলেন, একজন দায়িত্বশীল ও মেধাবী ছাত্রকে চেয়ারম্যান হিসাবে পেয়ে সোনাবাড়িয়া ইউনিয়নবাসী গর্বিত৷
সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল বলেন, ‘চেয়ারম্যান হওয়ার আগে গ্রাম পাড়া মহল্লা হেঁটে হেঁটে বিদ্যালয় থেকে শুরু করে সকল ধরনের সমস্যা লিপিবদ্ধ করে চিহ্নিত করেছি। যা এবার পর্যায় ক্রমে বাস্তবায়ন করা হবে ৷’ সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন তিনি ৷
সুজনের উপজেলা সহ সম্পাদক আজাদুর রহমান খান চৌধুরী পলাশ বলেন, ‘বেনজির হোসেনের মতো একজন সাংগঠনিক ব্যক্তিকে সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে পেয়ে আমরা আশাবাদী।’ তিনি ইউনিয়নে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন বলে আশাকরেন তিনি।