বরগুনার তালতলী উপজেলায় অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে ও গতকাল শনিবার পৃথক স্থান থেকে তাঁদের আটক করা হয়।
আটকেরা হলেন উপজেলার চন্দনতলা এলাকার বাসিন্দা রাকিব হোসেন (২৪) ও বেতাগী উপজেলার করুনা এলাকার বাসিন্দা জসিম উদ্দিন (৩০)।
পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলার চন্দনতলা এলাকায় গাঁজা বিক্রি হচ্ছে এমন সংবাদ পেয়ে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ রাকিব হোসেনকে আটক করে। শনিবার বেলা ১টার দিকে একই উপজেলার মালিপাড়া এলাকার মেইন সড়ক থেকে জসিম উদ্দিনকে ২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
তালতলী থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন তপু হাসান বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক মাদক আইনে মামলা হয়েছে। আজ রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’