দেশের ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন দোহারের সন্তান আরিফুল ইসলাম রেদোয়ান। তিনি উপজেলার মইতপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।
গত রোববার ফল প্রকাশ হয় ডেন্টালে ভর্তি পরীক্ষার। এতে ৯৪.২৫ নম্বর পেয়ে জাতীয় মেধা তালিকায় দ্বিতীয় হন রেদোয়ান। গত শুক্রবার অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষা ৩৯ হাজার ১৩০ জন ভর্তি–ইচ্ছুক অংশ নেন। এর মধ্যে ২৬ হাজার ৭২৬ জন উত্তীর্ণ হয়েছেন।
রেদোয়ানের স্বজনেরা জানান, ছোটবেলা থেকেই রেদোয়ান মেধাবী ও পরিশ্রমী। এ পর্যন্ত সব বোর্ড পরীক্ষায় তিনি গোল্ডেন এ+ পেয়েছেন। পিইসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি, জেএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি এবং এসএসসি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন রেদোয়ান। তিনি বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক কলেজ ও দোহারের ড্যাফোডিলস্ হাই স্কুলে পড়েছেন।
আরিফুল ইসলাম রেদোয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে আমরা এই ফলাফলের পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার মা, বাবা এবং আমার শিক্ষকদের। আমার বাবা ও মায়ের স্বপ্ন ছিল আমি ডাক্তার হব। আল্লাহর রহমতে আমি ভর্তি পরীক্ষায় পাস করেছি।’