কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে মুক্তি পান তিনি। এর জেলগেট প্রাঙ্গণে তাঁর ভক্ত সমর্থকেরা ফুল দিয়ে বরণ করে নেন তাঁকে।এর আগে গত সোমবার সোমবার হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেন।
গতকাল ঢাকার সিএমএম আদালতে তাঁর জামিন শুনানি শেষে বিচারক পুলিশের রিপোর্ট দাখিল করা পর্যন্ত তাঁকে জামিনে মুক্তি দেন। তাঁর মামলা পরিচালনা করেন এমকে রহমান ও ইব্রাহীম খলিল মজুমদার।