কেশবপুর প্রতিনিধি
কেশবপুর সদরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আপন দুই ভাইবোন সদস্য পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদের কাছে তাঁরা মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে নারী সদস্য পদে রেহেনা খাতুন মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে সদস্য পদে রেহেনা খাতুনের ভাই আব্দুর রহিম মনোনয়নপত্র জমা দিয়েছেন।