বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের রূপসদী ইউপিতে আসন্ন নির্বাচন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে রূপসদী শীল বাড়িতে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন রবিন্দ চন্দ ভৌমিক, বাবু লক্ষন সাহা, ডা জহুর লাল ভূমিক, মো. রেনু মিয়া মেম্বার, বাবু খোকন চন্দ সাহা, বাবু চিত্ত রঞ্জক ভৌমিক, মোঃ ফজলুক হক, ব্যাগো চন্দ শীল, মো. কুদ্দুস মিয়া, মো. ফরিদ মিয়া, ওমর আলী খাঁ, মো. আরিফ, মো. সোহেল মিয়া, সুজন সাহা, কৃঞ্চ দেবনাথ প্রমুখ।