সাতক্ষীরার কলারোয়ায় বার্ধক্যজনিত কারণে মারা যাওয়া শতবর্ষী বীর মুক্তিযোদ্ধা মোহর আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে ৷ বীর মুক্তিযোদ্ধা মরহুম মোহর আলী উপজেলার চন্দনপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা ৷
গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন ৷
চন্দনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ডালিম হোসেন জানান, গত বৃহস্পতিবার আছরের নামাজের পর সুলতানপুর ফুটবল মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেয় কলারোয়া থানা-পুলিশের একটি চৌকস টিম। সে সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।