দাবদাহ থেকে বন্যা। কখনো ভয়ংকর ঝড় কিংবা কৃষকের মাঠে খরা। চলতি বছর প্রায় সব ধরনের জলবায়ু বিপর্যয় দেখেছে বিশ্ব। অতিরিক্ত কার্বন নিঃসরণের কারণে দেখা গেছে রেকর্ড দাবানল। বিজ্ঞানীরা বলছেন, চলতি বছর এমন বিপর্যয় আগের চেয়ে অনেক বেড়েছে। এর অন্যতম কারণ জলবায়ু পরিবর্তনের প্রভাব।
ফেব্রুয়ারিতে টেক্সাসে ভয়াবহ শীত দিয়ে শুরু। সব সময় গরম থাকা টেক্সাসে শীতে মারা যায় ১২৫ জন। একই সময়ে কেনিয়ায় ফসলের জমিতে দেখা গেছে পঙ্গপাল। বিরূপ আবহাওয়াই এ পতঙ্গের উপযুক্ত পরিবেশ। মার্চে বেইজিং ঢেকে যায় ধুলার রাজ্যে। এর কয়েক মাস পর জুনে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে শুরু হয় খরা। যুক্তরাষ্ট্র ও কানাডায় দাবদাহে মারা যায় অন্তত কয়েক শ মানুষ।
জুলাইয়ে চীনের হিনান প্রদেশে বন্যায় মারা যায় ৩০০ জন। একই সময় জার্মানি বেলজিয়াম ও নেদারল্যান্ডসে বন্যায় ২০০ জনের প্রাণহানি।