সাতক্ষীরার পাটকেলঘাটায় পান চাষে সফলতার মুখ দেখতে শুরু করেছেন পানচাষিরা। দীর্ঘদিন পানের মূল্য কম থাকায় চাষিরা চরম হতাশায় দিন পার করেছিলেন চাষিরা। বর্তমানে বাজারে পানের দাম বেশি পাওয়ায় চাষিরা আশার আলো দেখতে শুরু করেছেন।
জানা গেছে, পাটকেলঘাটায় জলাবদ্ধতার কারণে নিচু জমিতে বিগত কয়েক বছর ধান চাষ করা সম্ভবপর হয়ে ওঠেনি। যে কারণে স্থানীয় চাষিরা বিকল্প ফসল হিসেবে পান চাষে আগ্রহী হয়ে ওঠেন। থানার কুমিরার ইসলামকাটি, খলিশখালি, মাগুরা ইউনিয়নে ভালো পান চাষ হয়ে থাকে। এ সকল পান এলাকার চাহিদা মিটিয়ে ঢাকা, খুলনা, যশোর সহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়।
গতকাল কথা হয় কুমিরা গ্রামের পানচাষি বাবলু বিট, গোপাল চন্দ্রের সঙ্গে। তাঁরা বলেন, এক বিঘা জমিতে পান চাষ করতে লক্ষাধিক টাকা খরচ হয়। তাঁর ওপর বিভিন্ন সময় পচন রোগে পানের বরজ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তবে কৃষি অফিস আমাদের কোনো সাহায্য সহযোগিতা করে না।
পান বিক্রেতা কুমিরার তবিবর রহমান জানান, পান বিক্রি করে আমাদের জীবন-জীবিকা চলে। দীর্ঘদিন পান বেচা বিক্রি ছিল না। বর্তমানে পানের বাজার ভালো তাই লাভ ভালোই হচ্ছে।