একই গল্প, একই চিত্রনাট্য। সংলাপগুলো একই না হলেও কাছাকাছি। নায়কও এক, তবে নায়িকা ভিন্ন। বলছি শাকিব খান ও বুবলীর ব্যক্তিগত সম্পর্কের কথা। ২০১৭ সালে শাকিব ও অপু বিশ্বাসের সম্পর্ক নিয়ে মানুষ যা কিছুর সাক্ষী হয়েছে, ঠিক তারই যেন পুনরাবৃত্তি হচ্ছে শাকিব-বুবলীর সম্পর্কে। বিয়ে ও সন্তানের খবর সামনে আসার পর থেকে একে অপরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেই যাচ্ছেন তাঁরা। সেই ধারাবাহিকতায় এবার শাকিব খানের মন্তব্যের জবাব দিয়ে আবার আলোচনায় শবনম বুবলী।
শুক্রবার একটি রেস্তোরাঁ উদ্বোধন করতে গিয়ে নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলেন বুবলী। সেখানে শাকিব খানের পৌরুষ নিয়েও প্রশ্ন তোলেন এ চিত্রনায়িকা। বুবলী বলেন, ‘বিভিন্ন ধরনের মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অপবাদ দিয়ে তিনি (শাকিব খান) কী প্রমাণ করতে চান? উনি বলেছেন আমাকে ঘাড়ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছেন। এটা কি কোনো পুরুষের পুরুষত্ব? এমন কথায় তাঁর পুরুষত্ব প্রমাণ পায় কি না এটা জনগণই উত্তর দিবেন।’
বুবলী কথা বলেছেন তাঁর অর্থবিত্ত নিয়ে শাকিবের প্রশ্ন তোলা নিয়েও। বুবলী বলেন, ‘৮ বছর ধরে আমি সিনেমা করছি। এর আগে সংবাদ উপস্থাপিকা ছিলাম। এরও আগে এয়ারলাইনসে চাকরি করেছি। ১০ বছরের ক্যারিয়ার, পারিবারিক সাপোর্টও ভালো। সব মিলিয়ে আমার আয় দিয়ে, কিছু লোন নিয়ে এসব করেছি। কাগজপত্রও আমার কাছে আছে। নিজে উপার্জন করে কিছু করা যদি আমার ব্যর্থতা হয়, তাহলে স্বামী হিসেবে তাঁর কি কোনো দায়িত্ব ছিল না?’
অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্ক থাকা অবস্থায়ই বুবলীর সঙ্গে প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল শাকিবের। তবে বিষয়টি গুজব বলে বারবার উড়িয়ে দিয়েছেন শাকিব-বুবলী দুজনেই। গত বছর ২৭ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমে বেবি বাম্পের ছবি পোস্ট করেন বুবলী। এরপর ফেসবুক পোস্টের মাধ্যমে তাঁদের সন্তানের কথা জানান শাকিব খান ও বুবলী। এর পর থেকে নিজেদের সম্পর্ক নিয়ে বাগ্যুদ্ধে লিপ্ত হয়ে পড়েছেন তাঁরা। শাকিব একাধিকবার বলেছেন, বুবলীর সঙ্গে তাঁর আর কোনো সম্পর্ক নেই। তবে বুবলী সব সময়ই বলে এসেছেন, শাকিবের সঙ্গে তাঁর আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি। এবার কি তাঁরা সেই বিচ্ছেদের পথে এগোবেন? অন্তত বুবলীর এবারের বক্তব্যে সেটাই আঁচ করা যাচ্ছে।