এলাকার সচেতন যুবকদের নিয়ে ২০১৫ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে স্বেচ্ছাসেবী সংগঠন অদম্য যুব সংঘ যাত্রা শুরু করে। চট্টগ্রামের মিরসরাইয়ের কাটাছড়া ইউনিয়নে তরুণদের নিয়ে গড়ে ওঠা সংগঠনটি ইতিমধ্যে সেবায় অর্ধযুগ পার করেছে।
আজ অর্ধযুগ পূর্তি উদ্যাপন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে সংগঠনটি।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি কামরুল হাসান জনি বলেন, ‘এটি একটি মাইলফলক। অপসংস্কৃতি, মাদক ও যৌতুকসহ বিভিন্ন কাজে তরুণদের প্রতি সমাজের দায়বদ্ধতা ও সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সংগঠনটি।
কামরুল হাসান আরও বলেন, ‘সবাইকে মাদক থেকে দূরে রাখা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখা বর্তমানে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ধরে রাখা ও সঠিক পথে পরিচালনার রূপরেখা তৈরি করা আছে অদম্য যুব সংঘের। সে কাঠামো ধরেই তরুণেরা এগিয়ে যাচ্ছে। অদম্য সরকারি নিবন্ধিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। অর্ধযুগে এ সংগঠনটি সমাজ উন্নয়নে অনেক অবদান রেখেছে। তাঁদের কাজে অন্যদের উৎসাহিত করছে।’
জানা গেছে, ইতিমধ্যে বিভিন্ন সামাজিক সেবা দিয়ে সবার কাছে প্রশংসিত হয়েছে অদম্য যুব সংঘ। এর মধ্যে উল্লেখযোগ্য—বজ্রপাতে মৃত্যু কমাতে তালগাছ রোপণ, বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও শিক্ষার্থীদের ফরম পূরণে আর্থিক সহায়তা ইত্যাদি।