Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

অভিনব কায়দায় গাঁজা পাচার, চারজন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

অভিনব কায়দায় গাঁজা পাচার, চারজন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেট কারে করে অভিনব কায়দায় পরিবহনকালে ১১৫ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবার তিনলাখপীর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন মানিকগঞ্জ জেলার মিলন মণ্ডল (২৪), ঝিনাইদহের মো. আব্দুর রহমান (৩৪), ঢাকা সাভারের মো. মনির হোসেন (৩৩) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবার মনকশাই গ্রামের মো. আশিক মিয়া (৪৪)। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি গ্রেপ্তার সবাই মাদক ব্যবসায়ী।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে গাড়ির সিট, ব্যাক ডলারসহ বিভিন্ন স্থানে সুকৌশলে লুকিয়ে রাখা ১১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৮ লাখ ৭৫ হাজার টাকা।

অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে পরিদর্শক বেলায়েত হোসেন, সহকারী উপপরিদর্শক মো. এনামুল হক খান, আবু সাঈদ, আফসানা আক্তার প্রমুখ এ অভিযানে অংশ নেন।

এই বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, চক্রটি জেলার সীমান্তবর্তী কসবা থেকে বিপুল পরিমাণ গাঁজা সংগ্রহ করে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে গাঁজাসহ প্রাইভেট কারটি জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা হয়েছে।

মুহাম্মদ মিজানুর রহমান জানান, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ