Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

অকৃতকার্যদের ভর্তি বাতিলে আলটিমেটাম

রাবি প্রতিনিধি

অকৃতকার্যদের ভর্তি বাতিলে আলটিমেটাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অকৃতকার্য শিক্ষার্থীদের পোষ্য কোটায় ভর্তি বাতিল করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৭২ ঘণ্টার আলটিমেটাম (সময়সীমা) দিয়েছেন শিক্ষার্থীরা। অন্যথায় অকৃতকার্য শিক্ষার্থী ও তাঁদের অভিভাবক-শিক্ষকদের ছবিসহ সব তথ্য ক্যাম্পাসের মোড়ে মোড়ে বিলবোর্ড আকারে ছড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

গতকাল রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে শিক্ষার্থীরা এ হুঁশিয়ারি দেন। এ সময় পোষ্য কোটা বাতিল ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রক্সি কাণ্ডের তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মেহেদী হাসান মুন্না বলেন, ‘বর্তমানে বিশ্ববিদ্যালয়কে পারিবারিক গোয়ালঘরে পরিণত করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীর অযোগ্য সন্তানদের জায়গা হবে না। আমরা দেখেছি, ভর্তি পরীক্ষায় প্রক্সি কাণ্ডে ধরা পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো তদন্ত করেনি। আমরা এ ঘটনা তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

কর্মসূচিতে রাবি ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ খান বলেন, ‘যেখানে একজন শিক্ষার্থীকে রাত-দিন পরিশ্রম করে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হচ্ছে, সেখানে একজন অযোগ্য শিক্ষার্থী শুধুমাত্র বাবা-মায়ের যোগ্যতায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে। এটা স্বাধীন দেশে মেনে নেওয়া যায় না।’

রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর বলেন, ‘একপর্যায়ে দেখা যাবে শিক্ষকেরা তাদের এই অযোগ্য সন্তানদের ডিপার্টমেন্ট ফার্স্ট, ফ্যাকাল্টি ফার্স্ট তারপর প্রধানমন্ত্রী স্বর্ণপদক, এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানাবে। যদি আগামী তিন দিনের মধ্যে এই ভর্তি বাতিল করা না হয়, তাহলে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থী ও সেই শিক্ষক উভয়ের পুরো ছবি, কে কোন বিভাগে ভর্তি হয়েছেন, কত মার্ক পেয়েছেন সব তথ্যসহ বিলবোর্ড তৈরি করে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মোড়ে মোড়ে লাগানো হবে। তিন দিনের মধ্যে যদি পোষ্য কোটা বাতিলসহ অকৃতকার্যদের ভর্তি বাতিল করা না হয়, তাহলে আমরা প্রশাসন ভবন অবরোধ করব।’

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন আশিকুল্লাহ মুহিত, আজাদুল ইসলাম প্রমুখ। এ সময় বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ