Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

শুশ্রূষার পর প্যাঁচাটি তারাছা বনে মুক্ত

বান্দরবান প্রতিনিধি

শুশ্রূষার পর প্যাঁচাটি তারাছা বনে মুক্ত

বান্দরবান সদরের রেইচা এলাকায় অসুস্থ অবস্থায় ধরা পড়ে একটি ইউরোপিয়ান ঈগল প্রজাতির প্যাঁচা। গত শুক্রবার রাতে ধরা পড়া প্যাঁচাটি গতকাল শনিবার বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে বন বিভাগের অধীন তারাছার গহিন জঙ্গলে প্যাঁচাটি অবমুক্ত করেন কর্মকর্তারা। প্যাঁচাটি ‘বিলুপ্তপ্রায় প্রজাতির’ বলে জানিয়েছে বন বিভাগ।

জানা গেছে, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম টিটুর বান্দরবান সদরের রেইচা এলাকায় তাঁর একটি খামার আছে। গত শুক্রবার রাতে খামারের তত্ত্বাবধায়ক আদর তঞ্চঙ্গ্যা খামারের পাশে পড়ে থাকা প্যাঁচাটি উদ্ধার করে নিয়ে আসেন। সাংবাদিক নজরুল খবর দিলে বন বিভাগ কর্মকর্তারা শনিবার বেলা ১১টার দিকে প্যাঁচাটি নিয়ে আসেন।

সাংবাদিক নজরুল ইসলাম বলেন, প্যাঁচাটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে খামারে এনে খাবার দিয়ে নিরাপদে রাখেন। শনিবার সকালে খামারে গিয়ে প্যাঁচাটি বুঝিয়ে দেওয়ার জন্য বন কর্মকর্তাদের খবর দেন। পরে বন বিভাগের সদর রেঞ্জ সহকারী কে এম মাহমুদুল হাসান ও জাকির হোসেন খামারে গিয়ে প্যাঁচাটি নিয়ে আসেন।

বান্দরবান বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, রেইচা এলাকা সাংবাদিক নজরুলের খামারের পাশে পাওয়া প্যাঁচাটি এনে বন বিভাগের তারাছার গহিন জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।

বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) হক মাহবুব মোর্শেদ বলেন, খবর পেয়ে রেইচা থেকে ‘বিলুপ্ত প্রজাতির’ ইউরোপিয়ান ইগল প্যাঁচাটি এনে তারাছার গহিন জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এ প্যাঁচা বর্তমানে সচরাচর দেখা যায় না বলে ডিএফও জানান।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ