Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

জলির ঘর আলোকিত তিন কন্যা সন্তানে

ডুমুরিয়া প্রতিনিধি

জলির ঘর আলোকিত তিন কন্যা সন্তানে

ডুমুরিয়ায় একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক মা। উপজেলার চুকনগর মেডিকেল সেন্টারে সোমবার বিকেলে অস্ত্রোপচারের মাধ্যমে এই তিন নবজাতকের জন্ম হয়।

জানা যায়, ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের বেতাগ্রামের আব্দুল ওয়াহাব সরদারের স্ত্রী জলি বেগম (১৮) এই প্রথম মা হলেন। তিনি সন্তানসম্ভবা হওয়ার পর থেকে চুকনগর মেডিকেল সেন্টারের তত্ত্বাবধানে থেকে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার তাঁর প্রসববেদনা শুরু হলে তাঁকে ওই মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। এরপর বিকেল ৫টার দিকে তাঁকে অস্ত্রোপচারের মাধ্যমে ডেলিভারি করা হলে একই সঙ্গে তিনটি কন্যাসন্তানের জন্ম হয়। অপারেশনের পর মা ও নবজাতকেরা সুস্থ আছেন।

ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুফিয়ান রুস্তম এই অপারেশনটি করেন। তিনি বলেন, এমনিতে ওই মায়ের বয়স কম। এ জন্য তিনি গর্ভধারণের পর থেকেই অপুষ্টিতে ভুগছিলেন। তা ছাড়া ডেলিভারির প্রকৃত সময়ও এখনো হয়নি। এ জন্য নরমাল ডেলিভারির ঝুঁকি না নিয়ে সিজার করা হয়েছে।

জানা গেছে, একই সঙ্গে একাধিক সন্তান গর্ভধারণকে মাল্টিপল প্রেগনেন্সি বলে। এটি স্বাভাবিক বা সুপরিচিত ঘটনা নয়। সাধারণত যমজ, ক্ষেত্রবিশেষে তিনটি (ট্রিপলেট), চারটি (কোয়াড্রুপলেট) কিংবা আরও বেশি সন্তান ধারণের ঘটনাও হতে পারে। পরিসংখ্যান বলছে, প্রতি ২৫০ গর্ভধারণের মধ্যে ১ টির যমজ হওয়ার সম্ভাবনা আছে। তবে ট্রিপলেট বা ৩টা হওয়ার হার প্রতি ১০ হাজার গর্ভধারণের ১ টিতে, ৪ জন হওয়ার হার আরও কম, প্রতি ৭ লাখে ১ জনের। তবে বর্তমানে বন্ধ্যত্ব চিকিৎসার মাধ্যমে সন্তান নেওয়ার হার বেড়ে যাওয়ার কারণে এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

স্বাভাবিকভাবে একটি শুক্রাণু ও একটি ডিম্বাণুর নিষিক্তের ফলে একটি ভ্রূণ তৈরি হয় এবং সেটিই জরায়ুতে প্রতিস্থাপিত হয়ে মানবসন্তান হিসেবে ভূমিষ্ঠ হয়। কখনো কখনো দুটি বা তিনটি ডিম্বাণু একই মাসিকচক্রের সময়ে নিষিক্ত হলে দু-তিনটি বাচ্চা একই সঙ্গে হতে পারে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ