Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

হাসপাতালে পানিসংকট

আগৈলঝাড়া প্রতিনিধি

হাসপাতালে পানিসংকট

বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানির একমাত্র পাম্পটি বিকল হওয়ায় টানা তিন দিন ধরে পানি সংকট দেখা দিয়েছে। এ কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী, স্টাফ, চিকিৎসক ও মসজিদের মুসল্লিরা দুর্ভোগ পড়েছেন। বিষয়টি সমাধানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মাত্র টিউবওয়েল সচল আছে। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারসহ হাসপাতালের ভেতরে অন্য টিউবওয়েলগুলো পুরোপুরি অকেজো হয়ে রয়েছে। পানি না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুমগুলোতে নোংরা পরিবেশের সৃষ্টি হয়েছে। চারদিকে ছড়াচ্ছে দুর্গন্ধ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, হাসপাতালে ৩২ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের অনেকের সঙ্গে আছেন স্বজনেরা। পাশাপাশি কোয়ার্টারে বসবাসরত আছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও বিভিন্ন স্টাফ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা গৈলা ইউনিয়নের দক্ষিণ গৈলা গ্রামের নমিতা মণ্ডল বলেন, ‘সাবান-পানি দিয়ে হাত ধুয়ে হাসপাতালে প্রবেশের জন্য বেসিন নির্মিত হলেও পানি নেই।হাত না ধুয়েই হাসপাতালে যেতে হচ্ছে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাবেয়া বেগম, তিথি মণ্ডল, ইতি মধু ও রাতুল অধিকারী জানান, গত তিন দিন ধরে পানি নেই। বাথরুম দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোয়ার্টারে বসবাসরত কয়েকজনের সঙ্গে কথা বললে তাঁরা নাম না প্রকাশের শর্তে জানান, হাসপাতাল কোয়ার্টারে কোনো টিউবওয়েল নেই। যা ছিল, তাও অকেজো হয়ে রয়েছে। এখন দূর থেকে টাকার বিনিময়ে লোক দিয়ে পানি আনতে হচ্ছে। পানি না থাকার কারণে বেশি দুর্ভোগে পড়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জামে মসজিদে আসা মুসল্লিরা। নামাজ পড়তে এসে পানি না পেয়ে অজু করতে পারছেন না মুসল্লিরা।

ইউএনও বখতিয়ার আল মামুন বলেন, ‘হাসপাতালের একমাত্র পাম্প নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে মেকানিক এনে বরিশালে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবারের মধ্যেই তা স্থাপন করা সম্ভব হবে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ