Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

রাস্তার পাশে মিলল গলাকাটা লাশ

চৌগাছা (যশোর) প্রতিনিধি

রাস্তার পাশে মিলল  গলাকাটা লাশ

যশোরের চৌগাছায় কাইয়ুম আলী (৫৫) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি যশোর সদর উপজেলার কাদিরপাড়া গ্রামের মৃত ইসমাইল তরফদারের ছেলে। গতকাল সোমবার সকাল ৮টার দিকে চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের সৈয়দপুর-সাতমাইলগামী পাকা রাস্তার পাশ থেকে তাঁর গলাকাটা লাশ উদ্ধার করে চৌগাছা থানার পুলিশ।

জানা গেছে, কাইয়ুম আলীর এক ছেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্য হিসেবে কর্মরত।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকাল ৮টার দিকে মৃতদেহটি রাস্তার পাশে উপুড় অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানা-পুলিশকে খবর দেয়। চৌগাছা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হেফাজতে নেয়। প্রাথমিকভাবে দেখা যায়, তাঁকে গলা কেটে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, কাইয়ুম আলী ভাড়ায় মোটরসাইকেলে যাত্রী বহন করতেন বলে তাঁর পরিবার জানিয়েছে। পরিবার আরও জানিয়েছে, রোববার রাত ১০টার দিকে সর্বশেষ তাঁর সঙ্গে মেয়ে জামাই মো. মুন্নার সঙ্গে কথা হয়। এর পর থেকে পরিবারের আর কারও সঙ্গে কথা হয় নাই। পরে সকালে তাঁর লাশ মাঠের মধ্যে পাওয়া যায়।

পুলিশ আরও জানিয়েছে, তাঁর ভাড়ায় চালানো মোটরসাইকেলটি পাওয়া যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুষ্কৃতকারীরা তাঁর মোটরসাইকেল ছিনতাই করে তাঁকে গলা কেটে হত্যা করতে পারে।

বিষয়টি নিশ্চিত করে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

যশোর জেলা পুলিশের মুখপাত্র রুপন কুমার সরকার বলেন, ‘লাশ উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ