ফেনীতে গৃহবধূ সানজিদা আক্তারের আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলা প্রত্যাহার ও তাঁর স্বামীর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল সোমবার সকালে শহরের ট্রাংক রোডের দোয়েল চত্বর মোড়ে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর দাবি, গত ২৭ ডিসেম্বর গৃহবধূ সানজিদা পারিবারিক কলহের জেরে রাগ করে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। তবু মিথ্যা মামলা দিয়ে স্বামী ও তাঁর স্বজনদের হয়রানি করা হচ্ছে।
স্থানীয় রবিউল ইসলাম বলেন, আত্মহত্যার প্ররোচনায় নিহতের স্বামী আবুল বাশারসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে সানজিদার পরিবার। অথচ এটি নিছক ভুল বোঝাবুঝিতে রাগ থেকে ঘটেছে।
উল্লেখ্য, সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের আক্রামপুর এলাকার দুবাইপ্রবাসী আবুল বাশারের স্ত্রী সানজিদা আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ওই দিনই মামলা হলে স্বামী আবুল বাশারকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে গত শনিবার দ্বাদশ শ্রেণির ছাত্রী সানজিদা মৃত্যুকে হত্যা দাবি করে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেন তাঁর সহপাঠীরা।