Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

মাগুরায় নতুন নকশায় হবে স্বাধীনতা স্তম্ভ

মাগুরা প্রতিনিধি

মাগুরায় নতুন নকশায় হবে স্বাধীনতা স্তম্ভ

মাগুরা জেলার ভায়না মোড়ে ছয় রাস্তার মধ্যে অবস্থিত স্বাধীনতা স্তম্ভটি নতুন নকশায় নির্মাণে কাজ শুরু হয়েছে। নতুন নকশার মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভটি নির্মাণ করতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৬০ লাখ টাকা। এ লক্ষ্যে ডিসেম্বর মাসের শেষের দিক থেকে পুরোনো নকশাটি ভেঙে ফেলার প্রস্তুতি চলছে।

পুরোনো নকশার স্তম্ভটি নির্মাণ করা হয় ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালীন। তখনকার বিএনপির সাংসদ কাজী সালিমুল হক কামাল এটি উদ্বোধন করেন। এই স্তম্ভে চারপাশে রয়েছে মাগুরা জেলার বীর শহীদ মুক্তিযোদ্ধাদের নাম। মূলত মাগুরা জেলার ভায়না এলাকা দিয়ে দক্ষিণাঞ্চলের ১০টি জেলায় এই মোড় দিয়ে যাওয়া যায় বলে এই স্মৃতি স্তম্ভটি অনেকের কাছে পরিচিত।

তবে বর্তমান নকশার পরিবর্তন করতে ২০২০ সালের ২৪ নভেম্বর জেলা পরিষদ মিলনায়তনে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিতি ছিলেন বর্তমান মাগুরা ১ আসনের সাংসদ সাইফুজ্জামান শিখরসহ জেলা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির বিভিন্ন নেতারা উপস্থিত থেকে নতুন নকশার পক্ষে মতামত ও সিদ্ধান্ত নেওয়া হয়।

এর প্রেক্ষিতে পুরোনো নকশাটি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে জানিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কণ্ডু জানান, এক বছর আগে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থায়ন করছে জেলা পরিষদ ও সার্বিক প্রচেষ্টায় ১ আসনের সাংসদ সাইফুজ্জামার শিখর। প্রাথমিক ভাবে সব মিলিয়ে ৬০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছিল। তবে এখন খরচ কিছুটা কম ধরা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, নাম যা আছে এবং বীর শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা সেভাবে রাখা হবে শুধু নকশাটির আধুনিক রূপ দেওয়া হচ্ছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ