যশোরের চৌগাছায় সেচযন্ত্র (শ্যালো মেশিন) চুরির সময় হৃদয় কুণ্ডু (২০) ও সবুজ (২০) নামে দুই তরুণকে হাতেনাতে আটক করেছেন গ্রামবাসী। পরে তাঁদের চৌগাছা থানায় সোপর্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে শ্যালো মেশিনের মালিক জালাল উদ্দিন চৌগাছা থানায় মামলা করেছেন।
গত শনিবার সন্ধ্যায় উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের লস্কারপুর গ্রামের পশ্চিমপাড়া মাঠে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হৃদয়ের বাড়ি ঝিকরগাছার অমৃতবাজার-মাগুরা গ্রামে এবং সবুজের বাড়ি একই উপজেলার ডহরমাগুরা গ্রামে। এ সময় তাঁদের কাছ থেকে চুরি করা শ্যালো মেশিন ও চুরির কাজে ব্যবহৃত ইঞ্জিন ভ্যান জব্দ করা হয়।
জালাল উদ্দিন মোবাইল ফোনে বলেন, ‘শনিবার মাগরিবের নামাজের পর গ্রামের এক ব্যক্তি গ্রামের পশ্চিমপাড়া মাঠে ঘাস কাটতে যান। এ সময় তিনি মাঠের পাশের পাকা সড়কে ইঞ্জিনভ্যান রেখে জালালের স্যালো মেশিনের পাশে দুজন অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে জালালকে মোবাইলে খবর দেন। তিনি জানান, গত দু-তিন মাসে আমাদেরসহ আশপাশের মাঠের ২৫/৩০টি মেশিন চুরি হয়ে গেছে। এজন্য তাঁদের ঘুরতে দেখে সন্দেহ হয়।’
জালাল বলেন, ‘আমারও ইঞ্জিন ভ্যান আছে। দ্রুত সেটি নিয়ে মাঠে গিয়ে দেখি তাঁরা আমার মেশিনটি খুলি তাঁদের ভ্যানে তুলেছে। আমি মোবাইলে আমার গ্রাম এবং রাস্তার অপর প্রান্তের গ্রামের লোকজনকে সংবাদ দিই। পরে দুই পাশ থেকে লোকজন এসে তাঁদের আটক করে চৌগাছা থানায় সোপর্দ করি।’
এদিকে শনিবার রাতে উপজেলার নারায়নপুর ইউনিয়নের পেটভরা গ্রামের দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা গ্রামের কামাল হোসেনের বাড়ি থেকে দুই জোড়া কানের সোনার দুল, দুই জোড়া সোনার আংটিসহ টাকা চুরি করে। একই রাতে গ্রামের শফিকুলের বাড়ি থেকে নগদ টাকা, কম্বল, রাইসকুকার, প্রেশারকুকারসহ বিভিন্ন আসবাবপত্র চুরি করে নিয়ে যায়।
মোবাইলে কামাল হোসেন বলেন, ‘মার এক আত্মীয় মারা যাওয়ায় বাড়িতে তালা মেরে আমরা সবাই সেখানে চলে যায়। চোরেরা রাতে তালা ভেঙে আমার স্বণালঙ্কারসহ বিভিন্ন দ্রব্য চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। তবে তিনি এ বিষয়ে থানায় কোন অভিযোগ করেননি বলেও জানান।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ বলেন, স্যালো মেশিনের মালিকের মামলায় দুই চোরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।