লালমোহন (ভোলা) প্রতিনিধিলালমোহনে রেণু বিবি (৫০) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে লাশটি উদ্ধার করা হয়। গতকাল বুধবার সকালে লাশটি ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত রেনু বিবি লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড রায়রাবাদ গ্রামের তোরাব আলী কানাই বাড়ির আসাদউল্লাহ কানাইর স্ত্রী। রেনু বিবির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয়রা জানান, রেনু বিবি ও আসাদউল্লাহ দম্পতির এক ছেলে ও এক মেয়ে বিয়ে করে অন্য জায়গায় বসবাস করছেন। আর বাড়িতে শুধু রেনু বিবি ও স্বামী আসাদউল্লাহ থাকতেন। তাঁরা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) সায়েদুর রহমান বলেন, ‘রেনু বিবি গলায় ফাঁস দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।’