মির্জাপুর উপজেলায় পঞ্চম ধাপের আট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। গত শনিবার রাতে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে এসব প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়।
উপজেলার ১৪ ইউপির মধ্যে পঞ্চম ধাপে আটটিতে আগামী ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই আট ইউপিতে আওয়ামী লীগের ৪০ জন নেতা মনোনয়নপ্রত্যাশী ছিলেন। এঁদের মধ্যে থেকে দল যাচাই-বাছাই করে আট নেতাকে নৌকা প্রতীক দেওয়া হয়। যাঁদের নৌকা প্রতীক দেওয়া হয়েছে, তাঁরা হলেন উপজেলার মহেড়া ইউপির সাবেক চেয়ারম্যান বিভাস সরকার নূপুর, জামুর্কী ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইলিয়াছ মিয়া, বানাইল ইউপিতে উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনিছুর রহমান হুমায়ূন, আনাইতারা ইউপিতে বর্তমান চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, ভাতগ্রাম ইউপিতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন সিদ্দিকী, উয়ার্শী ইউপিতে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান মাহাবুব আলম মল্লিক, বাঁশতৈল ইউপিতে উপজেলা আওয়ামী লীগের সদস্য বর্তমান চেয়ারম্যান আতিকুর রহমান মিল্টন, গোড়াই ইউপিতে পশ্চিমের সভাপতি হুমায়ূন কবীর।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু জানান, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। দলের মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সবাই মিলে মাঠে থেকে কাজ করবেন।